টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির নতুন ভবনে স্থানান্তর হওয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে টাঙ্গাইল পৌর এলাকার এলজিইডি মোড়স্থ নতুন ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সদ্য পদন্নতি পাওয়া পুলিশ সুপার শরিফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আহাদুজ্জামান মিঞা, সদর সার্কেল রেজাউর রহমান, টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সায়েদুর রহমান, পৌর কাউন্সিলর তানভীর হাসান নোমান, বাস-মিনি বাস মালিক সমিতির সভাপতি চিত্ত রঞ্জন দাস প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মো. মোশারফ হোসেন।
Discussion about this post