পাল্টা জবাব আর মধুর প্রতিশোধের মধ্য দিয়ে সফরকারী উইন্ডিজের বিপক্ষে দারুণ এক টেস্ট সিরিজ কাটালো বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে ৬৪ রানের জয়ের পর ঢাকা টেস্টে ক্যারিবিয়ানদের ইনিংস ও ১৮৪ রানের ব্যবধানে বাংলাওয়াশ করেছে সাকিব বাহিনী। বাংলাদেশের টেস্ট ইসিহাসেও এটিই প্রথম ইনিংস ব্যবধানে জয়।
এবার রঙ্গিন পোশাকে আলো ছড়ানোর পালা। সম্প্রতি ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজের পর উইন্ডিজের বিপক্ষেও টেস্টে মাঠে দেখা যায়নি অপেনিংয়ে মূল ভরসা তামিম ইকবালকে। তবে চোট কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ফিরছেন তামিম।
এরইমধ্যে ওয়ানডে ও টি-২০ সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিম-সাকিব ফেরায় বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত ও ফজলে মাহমুদ রাব্বি।
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে একাদশে জায়গা না হলেও সম্প্রতি এশিয়া কাপে ৩ ম্যাচে মাত্র ২০ রান আসে শান্তর ব্যাট থেকে। আর ঘরোয়া ক্রিকেটে রানের ফুলঝুড়ি ছড়ানো রাব্বি জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচে একাদশে জায়গা পেলেও অভিষেকটা তার কেটেছে তিক্ততায়। দুই ম্যাচেই শূণ্য রানে আউট হন বাঁহাতি এই মিলড অর্ডার ব্যাটসম্যানকে।
এদিকে চোট থেকে ফেরা তামিম মূল সিরিজের আগে আগামী বৃহস্পতিবার বিকেএসপিতে একদিনের প্রস্তুতি ম্যাচেও অংশ নেবেন।
সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী ৯ ডিসেম্বর মিরপুরে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে। ১১ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচও মিরপুরে ও ১৪ ডিসেম্বর তৃতীয় ম্যাচটি হবে সিলেটে। এই ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের।
বাংলাদেশের ওয়ানডে দল:
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, সাইফ উদ্দিন, আবু হায়দার রনি ও আরিফুল হক।
Discussion about this post