আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) নির্বাচনী আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য আমানুর রহমান খান রানার পিতা আতাউর রহমান খানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রবিবার (২ ডিসেম্বর) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম এ ঘোষণা দেন।
মনোনয়নপত্র বৈধ হওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, জননেত্রী শেখ হাসিনা তাঁর সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাকে এই আসনের প্রার্থী করেছেন। আশা করি ঘাটাইলের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আমি জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সর্বদাই কাজ করে যাবো এবং এই আসনে নৌকার বিজয় ছিনিয়ে এনে মাননীয় নেত্রীকে জয় উপহার দিতে পারবো।
উল্লেখ্য, গত রোববার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত এক চিঠিতে আতাউর রহমান খানকে মনোনয়ন নিশ্চিত করে নির্বাচনী প্রচারণা শুরু করতে বলা হয়। এরইধারাবাহিকতায় গত বুধবার (২৮নভেম্বর) বিকেলে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহাকারী রিটানিং কর্মকর্তার কাছে এ মনোনয়ন ফরম জমা দেন তিনি।
Discussion about this post