পাবনা-ঈশ্বরদী মহাসড়কের নূরপুর বাইপাস এলাকায় কাঠবোঝাই ট্রাক উল্টে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
রোববার (০২ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার চাটমোহর উপজেলার বালুদিয়া গ্রামের আলী আশরাফের ছেলে শাহিন আলম (৫০), একই উপজেলার আটলঙ্কা নতুনপাড়া গ্রামের অম্বর আলীর ছেলে আহমেদ আলী (৪৮) ও কচুগাড়ি গ্রামের শাহিনের ছেলে রবিউল (৪৫)।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাঠবোঝাই একটি ট্রাক সদর উপজেলার কাঁচপাড়া থেকে বাস টার্মিনাল এলাকার দিকে যাওয়ার সময় নূরপুর বাইপাস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিন শ্রমিক নিহত হন। আহত একজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
Discussion about this post