৫ উইকেটে ৭৫ রান তুলে কোনও রকম দিন শেষ করেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। বিপরীতে প্রথম ইনিংসে এখনও ৪৩৩ রানে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ। শনিবার মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের তৃতীয় সেশনের শুরুতেই ১৩৬ রান করা মাহমুদউল্লাহ রিয়াদ জোমেল ওয়ারিক্যানের বলে বোল্ড হলে ৫০৮ রানে থামে স্বাগতিকদের প্রথম ইনিংস।
কিন্তু কোনও পেসার ছাড়া ৪ স্পিনার নিয়ে খেলার চ্যালেঞ্জটাতে দারুণভাবে সফল হয়েছে সাকিবের দল। আর সেই সফলতার শুরুও সাকিবের হাত ধরেই। রানের পাহাড় সামনে রেখে ব্যাট করতে নামা উইন্ডিজ মাত্র ২৯ রানে ৫ উইকেট হারিয়ে কম্পমান দশায় পড়ে।
ইনিংসের প্রথম ওভারের শেষ বলে দলীয় ও ব্যক্তিগত শূণ্য রানে ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেগ ব্রাফেট সাকিবের ঘূর্ণিজালে বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান। দলীয় ৬ রানে কিরান পাওয়েলকে বোল্ড করে সফরকারী শিবিরে দ্বিতীয় আঘাতটি হানের মেহেদি হাসান মিরাজ। এর পর একে একে শাই হোপ ও রস্টন চেজকেও বোল্ড করেন মিরাজ। একই পরিণতি হয় সুনীল অ্যামব্রিসেরও। তিনিও সাকিবের বলে বোল্ড হন।
৫০৮ রানের যে মনস্তাত্ত্বিক চাপ সেটা সামলে উঠার আগেই উইন্ডিজের প্রথম সারির ৫ ব্যাটসম্যান বোল্ড হয়ে ফলোঅনের শঙ্কাটা বাড়িয়ে তুলেন। যদিও ষষ্ঠ উইকেট জুটিতে ৪৬ রান তুলে অবিচ্ছিন্ন আছেন সিমরান হেটমায়ার (৩২*) ও শেন ডওরিচ (১৭*)।
ফলোঅন এড়াতে এখনও উইন্ডিজকে কমপক্ষে ২৩৪ রান করতে হবে। হাতে আছে ৫ উইকেট। এর মধ্যে হেটমায়ার-ডওরিচই স্বীকৃত শেষ জুটি। আগামীকাল সকালে বাংলাদেশের বোলাররাও চাইবে দ্রুত এই জুটি ভেঙে সফরকারীদের ফলোঅনে ফেলতে। তাতে করে বড় জয়ে সিরিজটাও নিজেদের হবে সেটা তো ভালো করেই মনে গিঁথে নিয়েছে সাকিব বাহিনী।
এর আগে মাহমুদউল্লাহ রিয়াদের ১৩৬, সাকিবের ৮০, সাদমানের ৭৬ ও লিটন দাসের ৫৪ রানের ইনিংসে ভর করে ৫০৮ রানে থামে বাংলাদেশ। ক্যারিবিয়ান বোলারদের মধ্যে কেমার রোচ, ওয়ারিক্যান, বিশু ও ব্রাফেট ২টি করে উইকেট নেন। লুইস ও রস্টন চেজের ঝুলিতে যায় ১টি করে উইকেট।
Discussion about this post