৬ ডিসেম্বর বিকেএসপিতে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে ক্যারিবীয়ানরা।
এ ম্যাচে বিসিবি একাদশকে নেতৃত্ব দেবেন মাশরাফি বিন মুর্তজা। পাশাপাশি ম্যাচে দেখা যাবে তামিম ইকবাল ও ইমরুল কায়েসকে। দুজনই ইনজুরি কাটিয়ে ফিরবেন এ ম্যাচ দিয়ে।
এশিয়া কাপে বাঁ হাতের কব্জিতে চোট পেয়েছিলেন তামিম। পুরো এশিয়া কাপ মিস করেন তিনি। এরপর জিম্বাবুয়ে সিরিজও মিস করেন। ওয়েস্ট ইন্ডিজে ফেরার ইচ্ছা ছিল তার। সেই প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি। কিন্তু সাইড স্ট্রেইন ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে যান বাঁহাতি ওপেনার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফিরবেন তামিম।
এদিকে কাঁধের চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্ট খেলা হচ্ছে না ইমরুলের। সীমিত পরিসরে দুর্দান্ত ফর্মে থাকা ইমরুলও ফিরবেন ওয়ানডে সিরিজ দিয়ে। মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচে নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন ইমরুল।
বিসিবি একাদশ : মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, তৌহিদ হৃদয়, আরিফুল হক, আকবর আলী, রুবেল হোসেন, মৃতুঞ্জয় চৌধুরী, শাহীন আলম, মেহেদী হাসান রানা ও নাজমুল ইসলাম অপু।
Discussion about this post