খুলনা নগরীর ডাকবাংলা মোড়স্থ মশিউর রহমান মার্কেটের ফাতেমা সু হাউজের গোডাউনে শনিবার দুপুর পৌনে ২টার দিকে অগ্নিকাণ্ড ঘটেছে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
দোকান মালিক আলহাজ্ব রেজাউল ইসলাম বলেন, দুপুরে দোকান বন্ধ করে নামাজ পড়তে গেলে হঠাৎ আগুন লাগে। আগুনে ১৬ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।
Discussion about this post