মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী কিংবদন্তি নারী বীরপ্রতীক তারামন বিবি আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬১ বছর।
শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কাচরিপাড়ায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তারামন বিবির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে আবু তাহের। তিনি জানান, আজ শনিবার জোহরের নামাজের পর জানাজা শেষে তার মায়ের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত এ বীরাঙ্গনা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
গেল ৯ নভেম্বর তাকে গুরুতর অসুস্থ অবস্থায় ময়মনসিংহ সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে গেল ২৭ নভেম্বর তিনি বাড়িতে যান।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ১১নং সেক্টরে তারামন বিবি সম্মুখযুদ্ধে পাকবাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরেন।
মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ১৯৯৫ সালে সরকার তাকে ‘বীর প্রতীক’ খেতাব দেয়। একই বছরের সরকারি গেজেট অনুযায়ী তার বীরত্বভূষণ নম্বর ৩৯৪।
Discussion about this post