যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচডব্লিউ বুশ সিনিয়র মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় মারা যান তিনি। তার ছেলে আরেক সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জর্জ এইচডব্লিউ বুশ ১৯৮৯-১৯৯৩ সাল পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।
এ বছরের এপ্রিলে তার স্ত্রীর বারবারার মৃত্যুর এক সপ্তাহ পর হাসপাতালে নিবিড় পরিচর্যা ইউনিট হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন ধরে পার্কিনসনস রোগে ভুগছিলেন।
১৯৬৪ সালে রিপাবলিকান পার্টিতে যোগ দেওয়ার আগে জর্জ এইচ ডব্লিউ বুশ টেক্সাসের একজন তেল ব্যবসায়ী ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন বৈমানিকও ছিলেন তিনি।
Discussion about this post