ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে মাঠে নেমেছে বাংলাদেশ। অভিষিক্ত সাদমান ইসলামের ৭৬ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে ২৫৯ রানের সংগ্রহকে আজ আরও বাড়িয়ে নিতে ব্যাটিং করছেন টাইগার টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ।
আগেরদিন ৫৫ রানে অপরাজিত ছিলেন সাকিব আর ৩১ রানে মাহমুদউল্লাহ। আজ এই জুটির দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯১ ওভারে শেষে ৫ উইকেট হারিয়ে ২৬৪ রান। সাকিব ৬০ ও মাহমুদউল্লাহ ৩১ রানে ব্যাট করছেন।
Discussion about this post