কারকনিউজ ডেস্ক : আজ রোকেয়া দিবস। ১৮৮০ সালের ৯ ডিসেম্বর তিনি জন্ম গ্রহণ করে ১৯৩২ সালের এই দিনেই মারা যান। দিনটি রোকেয়া দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে জমিদার পরিবারে তার জন্ম। বেগম রোকেয়ার স্বপ্ন ছিল সমাজে নারী-পুরুষ সমান অধিকার নিয়ে বাঁচবে।
নারী হবে আদর্শ বোন, আদর্শ স্ত্রী ও আদর্শ মা এবং সমাজ-সংসারে নারী জেগে উঠবে একজন মানুষ হিসেবে।
বেগম রোকেয়া নারী মুক্তির এই স্বপ্নের কথা বলে গেছেন তার গল্প, উপন্যাস, প্রবন্ধসহ সব লেখালেখিতে। শুধু লেখনীতে নয়, বিদ্যালয় প্রতিষ্ঠাসহ নারীশিক্ষার প্রসারে তিনি কাজ করে গেছেন আমৃত্যু। বাংলার নারী জাগরণের পথিকৃৎ এই মহীয়সীর জন্মদিন আজ।
দিবসটি উপলক্ষে নানা আনুষ্ঠানিকতায় স্মরণ করা হবে বেগম রোকেয়াকে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রোকেয়া দিবস উদযাপন ও বেগম রোকেয়া পদক-২০১৯ প্রদান করা হবে আজ। এবার পদক পাচ্ছেন ৫ বিশিষ্ট নারী।
Discussion about this post