টাঙ্গাইলের কালিহাতীতে ডোবা থেকে আবদুল শেখ (৫৫) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার চাটিপাড়া জোড়া ব্রিজের পাশে ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আবদুল শেখ ময়মনসিংহের সরিষাবাড়ী উপজেলার পিগনা ইউনিয়নের মীরকুইটা গ্রামের মৃত করিম শেখের ছেলে।
এ ব্যাপারে কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারি গত ২৫ নভেম্বর মুন্সিগঞ্জ থেকে ট্রাকে কয়েকজন শ্রমিক টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক দিয়ে বাড়িতে ফিরছিল। শ্রমিকদের নেশা সেবন করিয়ে চাটিপাড়া জোড়া ব্রিজের পূর্বপাশে আহত অবস্থায় একজনকে ফেলে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ওই ঘটনায় আরো একজন শ্রমিক নিখোঁজ ছিল।
তিনি বলেন, নিখোঁজ ব্যক্তির স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজখবর অব্যাহত রাখে। স্থানীয় লোকজনের সহায়তায় নিখোঁজ ব্যক্তির স্বজনদের ফোন নম্বর সংগ্রহ করা হয়। তাদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে নিখোঁজ ব্যক্তির ছেলে হোসেন আলী ঘটনাস্থলে এসে লাশটি তার বাবার বলে শনাক্ত করেন।
Discussion about this post