সফরকারী উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ম্যাচে টসে জিতে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ৬৩ ওভারে ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৭৫ রান। সাকিব আল হাসান ১৩ ও মুশফিক ৪ রানে ক্রিজে রয়েছেন।
সিরিজ নির্ধারণী এই ম্যাচে বাজিমাত করেছেন অভিষিক্ত সাদমান ইসলাম। ধীরে-সুস্থে খেলে হাফসেঞ্চুরি তুলে নেন তিনি। ইনিংসটাকে আরও বড় করার লক্ষ্য নিয়েই ব্যাট করছিলেন সাদমান। কিন্তু হঠাৎই ছন্দপতন। ব্যক্তিগত ৭৬ রানে বিশুর বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে সাজঘরে ফিরে যান তিনি।
শুক্রবার (৩০ নভেম্বর) সকালে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসটি অনুষ্ঠিত হয়। ম্যাচটি শুরু হয় সকাল সাড়ে ৯টায়।
এ ম্যাচে বাংলাদেশ দলে এসেছে দুইটি পরিবর্তন। এছাড়া এই ম্যাচে কোনো পেসার ছাড়াই খেলছে বাংলাদেশ। আর এর মধ্য দিয়ে রেকর্ড গড়েছে টাইগারবাহিনী। ঢাকা টেস্টে অভিষেক হয়েছে বাঁহাতি ওপেনার সাদমান ইসলামের। সৌম্য সরকারের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করেছেন তিনি।
দলে ফিরেছেন লিটন দাস। অনুশীলনে চোট পাওয়া মুশফিকুর রহিমের ‘ব্যাকআপ’ হিসেবে একাদশে ঢুকেছেন তিনি। ওপেনিংয়ে ব্যাটিং ব্যর্থতায় বাদ পড়ায় মিডলঅর্ডারে ব্যাট করবেন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
চট্টগ্রাম টেস্টে মাত্র চার ওভার বোলিং করা মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে বাংলাদেশ। তার জায়গাতেই ঢুকেছেন লিটন। এ নিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিশেষজ্ঞ পেসার ছাড়া টেস্ট খেলতে নেমেছে টিম বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান।
উল্লেখ্য, দুই ম্যাচ সিরিজে এই টেস্টে ১-০তে এগিয়ে বাংলাদেশ।
Discussion about this post