সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করায় কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে ১০ রোহিঙ্গাকে উদ্ধার করেছে র্যাব।
শুক্রবার(৩০ নভেম্বর) উপজেলার শাহপরী দ্বীপের দক্ষিণপাড়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এসময় দালাল চক্রের এক সদস্যকে আটক করা হয়।
র্যাব জানায়, ট্রলারে করে মালয়েশিয়ার উদ্দেশে বেশ কয়েকজন রোহিঙ্গা রওনা হচ্ছে- এমন খবরে র্যাব সেখানে অভিযান চালায়। এসময় ১০ রোহিঙ্গাকে ট্রলার থেকে উদ্ধার করা হয়।
আটক করা হয় আব্দুর রহমান নামের এক দালালকে। পরে তাদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়। আটক দালালের বিরুদ্ধে টেকনাফ থানায় একটি মামলা করেছে পুলিশ।
Discussion about this post