মুজিক্রাফট বাংলাদেশ হারিয়ে যাওয়া দেশীয় শিল্পকে পুনরুদ্ধার ও পরিচিত করে দেয়ার লক্ষ্যে দেশীয় শিল্প নিয়ে আজ শুক্রবার এক মেলার আয়োজন করেছে।
মুজিক্রাফট বাংলাদেশের পরিচালক ও প্রধান নির্বাহী লরি এ. ইমদাদ বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন।
আজ সকাল ১০টায় রাজধানীর বনানীর ১১ নম্বর রোডের প্ল্যাটিনাম গ্র্যান্ড হোটেলে এই মেলা শুরু হবে।
মেলায় ৩১টি স্টল থাকবে। এসব স্টলে থাকবে দেশীয় অলংকার, পাটশিল্প, হস্তশিল্প, মাটির তৈজসপত্র, চামড়াশিল্পসহ কটন, খাদি, জামদানি প্রভৃতি পণ্য সামগ্রী। শতকরা ১০ ভাগ কম মূল্যে এই পণ্য বিক্রি হবে।
Discussion about this post