শরীয়তপুরে বাজারে অগ্নিকাণ্ডে পলাশ (২৫) ও বিশ্বজিত সরকারের (২০) নামে দুই দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোর ৪টার দিকে শরীয়তপুর পৌরসভার পালং উত্তর বাজারে এ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। এতে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
দোকানের ভেতর ঘুমিয়ে থাকা নিহত দুজন হলেন, পলাশ (২৫) মাদারীপুরের রাজৈর উপজেলার কমলাপুর গ্রামের রূপচাঁদ বাড়ৈর ছেলে। আর বিশ্বজিৎ সরকার (২০) একই গ্রামের রবীন্দ্রনাথ সরকারের ছেলে।
পালং বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম বেপারী বলেন, আগুনে ১৮-২০টি দোকান পুড়ে গেছে। প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পালং মডেল থানা অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামা বলেন, ভোর ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। পুড়ে যাওয়া দোকান থেকে ২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব রহমান শেখ বলেন, আগুনে ১৫টি দোকানসহ দুইটি আবাসিক বাড়ি পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা দুইটি মরদেহ উদ্ধার করেছেন।
Discussion about this post