আর মাত্র দুই দিন পরেই হবে বলিউড সুপারস্টার ও মার্কিন গায়ক নিক জোনাসের বিয়ে। প্রিয়াঙ্কা-নিকের বিয়েতে অতিথি হয়ে আসছেন এক সময়ের বিশ্বসেরা রেসলার, বর্তমানে হলিউড অভিনেতা ‘দ্য রক’ খ্যাত ডোয়াইন জনসন।
ডোয়াইন জনসন প্রিয়াঙ্কা ও নিক দু’জনের সঙ্গেই কাজ করেছেন। ‘বেওয়াচ’-এ তিনি প্রিয়াঙ্কার সহ-অভিনেতা ছিলেন। সেই সূত্রেই প্রিয়াঙ্কার সঙ্গে তাঁর আলাপ। তখন থেকেই তারা ভাল বন্ধুও। আর নিকের সঙ্গে তিনি কাজ করেছেন ‘জুমানজি: ওয়েলকাম টু দ্য জাঙ্গল’-এ। তবে তিনি শুধু প্রিয়াঙ্কা-নিকের বন্ধুই নন; প্রিয়াঙ্কা আর নিকের সম্পর্কের পিছনেও তিনিই দায়ী। ‘দ্য রক’ই নাকি দায়িত্ব নিয়ে ঘটকালি করেছিলেন প্রিয়াঙ্কা-নিকের এ সম্পর্কের।
শুধু ‘দ্য রক’ নয়, প্রিয়াঙ্কার বান্ধবী ব্রিটিশ রাজবধূ ‘ডাচেস অফ সাসেক্স’ মেগান মার্কেলকেও নাকি রাজস্থানে নিমন্ত্রণ করেছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু তিনি সন্তান সম্ভবা হওয়ায় প্রিন্স হ্যারি তাঁকে ছাড়তে চাইছেন না। ফলে বান্ধবীর বিয়েতে আসতে পারছেন না ব্রিটিশ রাজপরিবারের ছোট বৌ।
Discussion about this post