গাজীপুেরর কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা এলাকার ১টি কারবলার বাউনডারীর ভিতরের কবরস্থান থেকে ১১টি কংকালের হাড়ঁ,মাথা,চুলসহ বিভিন্ন অঙ্গ চুরির অভিযোগ পাওয়া গেছে।
বুধবার দিবাগত রাতে কালিয়াকৈর পৌর সভার ৮নং ওয়ার্ড পূর্বচান্দরা কারবলার বাউন্ডরীর ভিতরের কবরস্থানে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ওই কারবলার বাউন্ডারীর কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় তার দেখেন বিভিন্ন পুরাতন কবর গুলোর মাটি খোঁড়া। পরে স্থানীয়রা কবরগুলোর কাছে গিয়ে লাঠি দিয়ে খুঁচিয়ে দেখতে পান মোট ১১টি কবরের ভেতর কংকালের হাড়ঁ,মাথা,চুলসহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কররের ভিতরে নেই। বুধবার দিবাগত রাতের কোনো এক সময় চোরেরা ওই বাউন্ডারীর ভিতরের কবরগুলো থেকে কংকাল চুরি করেছে বলে তারা ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক মো: হাকিম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Discussion about this post