নির্বাচনের মাঠে কোনো দল বা ব্যক্তি বিবেচনা না করে তাদের শুধু প্রার্থী হিসেবে দেখতেই সরকারি কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
তিনি বলেছেন, ‘প্রার্থীকে প্রার্থী হিসেবেই বিবেচনা করতে হবে।’
বৃহস্পতিবার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে এসব কথা বলেন সিইসি।
সরকারি কর্মকর্তাদের সিইসি বলেন, ‘প্রার্থীরা যখন থেকে নির্বাচনের মাঠে যাবেন তখন থেকে তার পরিচয় প্রার্থী। তখন আর দল বা একক ব্যক্তির কোনো পরিচয় নেই। তিনি শুধু একটি মার্কা বা প্রতীকের প্রার্থী। ফলে তিনি যেই হোক না কেন, যে দলেরই হোক না কেন তাকে অন্য সবার সাথে সমানভাবে দেখতে হবে।’
নির্বাচন কমিশনের প্রত্যাশা ছিল এবার দেশে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। সেই আশা পূরণ হয়েছে বলে উল্লেখ করে সিইসি।
তিনি বলেন, ‘আশা ছিল প্রতিযোগিতামূলক নির্বাচন হবে, অংশগ্রহণমূলক নির্বাচন হবে। সেই পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কাছে গিয়ে সুশৃঙ্খলভাবে প্রার্থীতা জমা দিয়েছেন।’
এসময় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ও নিরপেক্ষতা বজায় রাখতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেন সিইসি।
Discussion about this post