টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আনোয়ার খান (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার দুুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কলেজ ছাত্র আনোয়ার খান দেলদুয়ার উপজেলার ডুবাইল উত্তরপাড়া গ্রামের আব্দুর রশিদ খানের ছেলে এবং সে করটিয়া কলেজের ছাত্র ছিলেন।
এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানা পুলিশের এসআই মতিউর রহমান বলেন, বৃহস্পতিবার দুপুরে আনোয়ার খান কলেজ শেষে মোটারসাইকেলযোগে বাড়ির উদ্যাশে রওনা হয়। পরে তিনি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া এলাকায় পৌছলে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই কলেজ ছাত্র নিহত হয়।
পরে পুলিশ এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে।
Discussion about this post