আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়মীলীগের মনোনয়ন পার্থী এমপি’র বাবা আতাউর রহমান খান ঘাটাইল-৩ আসনে নৌকা প্রতীক এ মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
বুধবার (২৮নভেম্বর) বিকেলে ঘাটাইল উপজেলা পরিষদে এ মনোনয়ন ফরম জমা দেন তিনি।
সংসদ সদস্য আমানুর রহমান খান রানার পরিবর্তে মনোনয়ন পান তার বাবা আতোয়ার রহমান খান ।
আতাউর রহমান খান তার বক্তব্যে বলেন, আমার ছেলে এতো জনপ্রিয় নেতা আমি জানতাম না। যেহেতু আওয়ামীগ থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে সেহেতু আমরা সকলে মিলে হিংসা বিবেদ ভুলে নৌকা প্রতীকের বিজয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ। আজকের জনসমুদ্রে এটাই প্রমাণ করে।
মনোনয়ন ফরম জমা দিয়ে আতাউর রহমান খান তার নিজ বাসভবন ঘাটাইল চলে যায়। খবর পেয়ে বিভিন্ন এলাকা থেকে নেতা কর্মীরা তার বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে চলে আসেন। এসময় জনসাধারনও তার বাসায় এসে সমবেত হয়। পরে উৎফুল্ল্য জনতা আতোয়ার রহমান খান কে ফুলেল সুভেচ্ছা জানায়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলমঙ্গীর খান মেনু , যুগ্ন সাধারন সম্পাদক শাহজাহান আনসারী, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান, জেলা যুবলীগের সভাপতি রেজাউল ইসলাম চঞ্চল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসতিয়াক আহমেদ রাজিব ও জেলা আওয়ামীলীগের নেত্রীবৃন্দ। ঘাটাইল উপজেলার চেয়ারম্যান নজরুল ইসলাম শামু, ঘাটাইল পৌরসভার সাবেক মেয়র হাসান আলী,ঘাটাইল উপজেলার যুগ্ন সাধারন সম্পাদক শহিদুল ইসলাম হেষটিন, ঘাটাইল উপজেলার যুবলীগের সভাপতি সাধারন সম্পাদক ও ছাত্রলীগের সভাপতি সাধারন সম্পাদক, টাংগাইল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্বাস আলী, সেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগ, শ্রমিকলীগের সভাপতি ও সাধারন সম্পাদক, জেলা ও উপজেলার আওয়ামীলীগের সকল নেত্রীবৃন্দ। ঘাটাইল উপজেলার ইউনিয়ন আওয়ামীলীগের সকল চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
Discussion about this post