রেকর্ড ভাঙা-গড়ার খেলায় আরো একবার ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেলেন লিওনেল মেসি। পর্তুগিজ তারকাকে পেছনে ফেলে চ্যাম্পিয়নস লিগে একক কোনো ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড নিজের করে নিয়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা।
মেসির একটি গোল ও একটি অ্যাসিস্টে বুধবার রাতে পিএসভি আইন্দহোফেনকে ২-১ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে আগেই নকআউট পর্ব নিশ্চিত করা বার্সেলোনা। নিজেদের মাঠে প্রথম লেগে পিএসভির বিপক্ষে ৪-০ গোলের জয়ে মেসি করেছিলেন হ্যাটট্রিক।
ফিরতি লেগে পিএসভির মাঠে একটি গোল করে চ্যাম্পিয়নস লিগে একক কোনো ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলের নতুন রেকর্ড গড়লেন মেসি। ইউরোপ সেরার প্রতিযোগিতায় বার্সেলোনার হয়ে এটি মেসির ১০৬তম গোল। রিয়াল মাদ্রিদের হয়ে ১০৫ গোল করেছিলেন বর্তমানে জুভেন্টাসে খেলা রোনালদো।
নতুন এই রেকর্ড নিয়ে মেসি ক্লাবের ওয়েবসাইটে বলেছেন, ‘আমি আনন্দিত। এই মাত্র জানলাম এটা। নতুন পরিসংখ্যানের জন্য আমি খুশি।’
গ্রুপ চ্যাম্পিয়ন হতে পেরে দলের সবাই খুশি বলেও জানান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা, ‘কঠিন একটা গ্রুপের সেরা হয়ে আমরা আমাদের লক্ষ্য অর্জন করেছি। সত্যিই আমরা সবাই খুশি।’
‘বি’ গ্রুপের অন্য দুই দল টটেনহাম ও ইন্টার মিলান। এরই মধ্যে পিএসভির বিদায় নিশ্চিত হয়েছে। নকআউট পর্বে বার্সার সঙ্গী টটেনহাম নাকি ইন্টার মিলান হবে, তা জানা যাবে শেষ ম্যাচে।
Discussion about this post