জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে অসাধারণ পারফরম্যান্সের পর চট্টগ্রামে উইন্ডিজের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন তাইজুল ইসলাম। তার পুরস্কারটা পেয়েছেন এ স্পিনার।
আইসিসি টেস্ট র্যাংকিংয়ে ছয় ধাপ এগিয়েছেন তাইজুল। জিম্বাবুয়ে সিরিজে ১৮ উইকেট নিয়েছিলেন তিনি। উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে পেয়েছেন ৬ উইকেট।
দারুণ এ পারফরম্যান্সের কারণে ক্যারিয়ারের সর্বোচ্চ ৬৫২ রেটিং পয়েন্ট নিয়ে তিনি উঠেছেন ক্যারিয়ার সেরা ২১তম স্থানে। চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসে ৫ উইকেট নিয়ে এক ধাপ এগিয়ে সাকিবের অবস্থান ২০ নম্বরে।
সাকিবের রেটিং পয়েন্ট ৬৭৩। একই টেস্টে ৩ উইকেট পাওয়া মেহেদী হাসান মিরাজ দুই ধাপ পিছিয়ে নেমেছেন ত্রিশে। তার রেটিং পয়েন্ট ৫৭৪।
সবশেষ টেস্ট র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় খবরটা হচ্ছে, জেমস অ্যান্ডারসনকে টপকে শীর্ষে উঠেছেন কাগিসো রাবাদা। তার রেটিং পয়েন্ট ৮৮২। ব্যাটিংয়ে বিরাট কোহলিই আছেন একে। তার রেটিং পয়েন্ট ৯৩৫।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ‘নাম্বার ওয়ান’ জায়গাটা সাকিবেরই দখলে। তার রেটিং পয়েন্ট ৪০৫। আর দুই নম্বরে থাকা ভারতের রবীন্দ্র জাদেজার রেটিং পয়েন্ট ৪০০। ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার ৩৭২ পয়েন্ট নিয়ে আছেন তিনে।
Discussion about this post