টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা পত্র জমার শেষ দিন ২৮ নভেম্বর বুধবার দুপুরে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিলেন ঐক্যফ্রন্ট ও মহাজোটের দুই প্রার্থী।
জাতীয়তাবাদী দল বিএপির সাবেক প্রতিমন্ত্রী ও দুইবারের এমপি এ্যাডভোকেট গৌতম চক্রবর্তী এবং টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটু প্রার্থীতার চুড়ান্ত পত্র দাখিল করেন।
ঐদিন প্রথমে আহসানুল ইসলাম টিটু তার পিতা মকবুল হোসেন ও উপজেলা দ্বয়ের আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদকদের নিয়ে তার প্রার্থীতা পত্র দাখিল করেন নাগরপুর উপজেলা নির্বাহী আফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম এর নিকট।
এর পর ঐদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট গৌতম চক্রবর্তী উপজেলা নির্বাহী আফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম এর কাছে দলের নেতা নিয়ে তার প্রার্থীতার চুড়ান্ত পত্র দাখিল করেন।
Discussion about this post