একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দল থেকে মনোনয়ন না পেয়ে ঐক্যফ্রন্টের প্রার্থী হতে কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগে যোগদান করেছেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার লিয়াকত আলী।
কৃষক শ্রমিক জনতা লীগে যোগদানের আগে রোববার (২৫ নভেম্বর) লিয়াকত আলী জেলা পরিষদের সদস্য পদ থেকে এবং উপজেলা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন।
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বর্তমান সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী ছাড়াও আরো তিনজন মনোনয়নপ্রত্যাশী ছিলেন। এদের মধ্যে অন্যতম ছিলেন ইঞ্জিনিয়ার লিয়াকত আলী। ধনাঢ্য ব্যবসায়ী লিয়াকত আলী কালিহাতীর বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কার্যক্রমে আর্থিক সহায়তা দিয়ে আসছিলেন। কিন্তু মনোনয়ন না পাওয়ায় দল বদল করে কৃষক শ্রমিক জনতা লীগে যোগদানের সিদ্ধান্ত নেন বলে তার সমর্থকরা জানান।
কৃষক শ্রমিক জনতা লীগের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম লিয়াকত আলীর যোগদান এবং তাদের দল থেকে মনোনয়ন দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় লিয়াকত আলী বলেন, কয়েক বছর ধরে নিজ উদ্যোগে কালিহাতীতে কাজ করছি। প্রতিটি গ্রামে আমার শক্ত অবস্থান তৈরি হয়েছে। আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ার পরও আমার সমর্থকরা নির্বাচন করার অনুরোধ করেন। তাদের অনুরোধে এবার সংসদ নির্বাচনে প্রার্থী হতে কৃষক শ্রমিক জনতা লীগে যোগদান করেছি।
Discussion about this post