একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর ও সিটি কর্পোরেশন) আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মনোনয়নপত্র দাখিল করেছে দলটির নেতা-কর্মীরা।
বুধবার (২৮ নভেম্বর) বেলা ১২টার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যানের পক্ষে প্রেসিডিয়াম সদস্য ও এলজিআরডি প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা রংপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এনামুল হাবীবের কাছে এ মনোনয়ন দাখিল করেন।
এরশাদের মনোনয়নপত্র দাখিলের সময় রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি আজমল হোসেন লেবু, যুগ্ম সাধারণ সম্পাদক খতিবর রহমান, শাফিউল ইসলাম শাফি, সাংগঠনিক সম্পাদক মুন্সি আব্দুল বারী, মাসুদ নবী মুন্নাসহ জেলা ও মহানগর জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিতি ছিলেন।
এর আগে সকাল থেকে দলের নেতা-কর্মীরা জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে এসে জড়ো হতে থাকে। দুপুর সাড়ে এগারোটার দিকে দলীয় নেতা-কর্মীদের সাথে হযরত কেরামত আলী (রহঃ) মাজার জিয়ারত করেন প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা। এসময় তার সাথে দলের কয়েক শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এবার ঢাকা-১৭ এবং রংপুর-৩ এ দুটি আসনে নির্বাচন করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদএরশাদ। ২০১৪ সালের ৫ জানুয়ারীর নির্বাচনে রংপুর-৩ আসনে জাসদ সমর্থিত প্রার্থী সাব্বির আহমেদ এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে সামান্য ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন তিনি।
Discussion about this post