ভূতের গল্প নিয়ে হরনাথ চক্রবর্তীর ‘ভূতনাথ’ ছবির শুটিং নিয়ে এখন ব্যস্ত টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। চব্বিশ পরগনার টিটাগড়ের জুট মিলে ছবিটির শ্যুটিং চলছে। ছবিটিতে শ্রাবন্তীর বিপরীতে দেখা যাবে সোহমকে।
কিন্তু ‘ভূতনাথ’র নায়িকা হয়েও ভূতকে খুব ভয় পান করে জানিয়েছেন শ্রাবন্তী।
শ্রাবন্তী বলেন, ‘অনেক আগে টিটাগড়ের বন্ধ হয়ে যাওয়া জুটমিলে শুট করতে করতে মনে হচ্ছে আমার। চারপাশেই কত ভূত ঘুরছে। আমি তো যেখানেই যাচ্ছি লোক নিয়ে যাচ্ছি। একা কোথাও যাচ্ছি না বাবা!’
টালিগঞ্জের এই লাস্যময়ী অভিনেত্রী বলেন, ‘ওরে বাবা! আমি ভীষণ ভূতের ভয় পাই। রাতে ঘরে একা শুতে পারি না। তবে ভূতের ছবি দেখতে, সবাইকে ভূতের ভয় দেখাতে খুব ভাল লাগে।’
Discussion about this post