টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা।
মঙ্গলবার বিকেলে মির্জাপুর উপজেলা ও পৌর ছাত্রলীগের অর্ধসহারাধিক নেতাকর্মী বাধ্যযন্ত্র বাজিয়ে এই আনন্দ মিছিলে অংশ নেয়।
কলেজ রোডস্থ আওয়ামী লীগ দলীয় কার্য়ালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় এমপি একাব্বর হোসেনের বাস ভবনের সামনে গিয়ে আনন্দ মিছিল শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তৃতা করেন মির্জাপুর উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি মো. সাদ্দাম হোসেন খান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম, সহসভাপতি শেখ রাসেল হাসান রকি, আবিদ সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন, ফুয়াদ হাসান হৃদয়, সাংগঠনিক সম্পাদক জিয়াদ হাসান, পৌর ছাত্রলীগ নেতা ওয়াকিল আহমেদ প্রমুখ।
উল্লেখ সোমবার রাতে সাদ্দাম হোসেন খানকে সভাপতি ও সাইফুল ইসলাম সিয়ামকে সাধারণ সম্পাদক করে ৭ জনের নাম উল্লেখ করে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারন সম্পাদক গোলাম রব্বানী। কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে।
ঘোষিত কমিটি পুর্নাঙ্গ কমিটি গঠন করবে বলে নবগঠিত কমিটির সভাপতি সাদ্দাম হোসেন খান জানিয়েছেন।
Discussion about this post