আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় বর্তমান সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেছেন। মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুরে নেতাকর্মীদের সঙ্গে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে মাজার জিয়ারত করেন।
বর্তমান সংসদের এমপি মো. ছানোয়ার হোসেন নৌকা প্রতীকের মনোনয়নপত্র নিয়ে টাঙ্গাইল পৌঁছানোর খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকে শ’ শ’ দলীয় নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এসে সমবেত হয়। পরে এমপি মো. ছানোয়ার হোসেনকে স্বাগত জানাতে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে সদর উপজেলার করটিয়া ইউনিয়নের করাতিপাড়া বাইপাসে অবস্থান নেন। এমপি মো. ছানোয়ার হোসেন সেখানে পৌঁছলে তাকে ফুলের নৌকা দিয়ে নেতাকর্মীরা বরণ করে নেয়।
পরে নেতাকর্মীদের মোটরসাইকেল শোভাযাত্রায় শরিক হয়ে এমপি মো. ছানোয়ার হোসেন টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেন। এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান আনসারী, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান, জেলা পরিষদের সদস্য আমিনুল ইসলাম, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্বাস আলী, হুগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফাসহ দলীয় নেতাকর্মীরা তাঁর সঙ্গে ছিলেন।
Discussion about this post