একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি আসনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চুড়ান্ত হয়েছে। প্রতিটি আসনে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও প্রধানমন্ত্রীর নিজস্ব সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহ এবং তৃণমূলে প্রার্থীদের অবস্থান দেখেই টাঙ্গাইলের ৮টি আসনের মনোনয়ন চুড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে দলের একাধিক নেতাকর্মীরা।
চুড়ান্ত হওয়া তালিকায় রয়েছেন- টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বর্তমান এমপি ড. আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসনে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির , টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বর্তমান এমপি আমানুর রহমান খান রানার পিতা আতাউর রহমান খান, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বর্তমান এমপি হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-৫ (সদর) আসনে বর্তমান এমপি ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটু, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বতর্মান এমপি একাব্বর হোসেন এবং টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।
তবে জোটের কারণে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নিদের্শনায় এই প্রার্থী তালিকাটি কোন কারণে পরিবর্তন হতে পারে।
Discussion about this post