মো. সাদ্দাম হোসন খান সভাপতি ও সাইফুল ইসলাম সিয়ামকে সাধারণ সম্পাদক করে মির্জাপুর উপজেলা ছাত্রলীগের ৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।কমিটিতে সহ সভাপতি করা হয়েছে শেখ রাসেল হাসান রকি ও আবিদ সিকদারকে।
এছাড়া এই কমিটিতে মো. মোবারক হোসেন ও ফুয়াদ হাসান হৃদয় যুগ্ম সাধারণ সম্পাদক ও জিয়াদ হাসানকে সাংগঠনিক সম্পাদক রাখা হয়েছে।
সোমবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারন সম্পাদক গোলাম রব্বানীর স্বাক্ষরিত এক প্যাডে আগামী এক বছরের জন্য নতুন এই কমিটির অনুমোদন দেয়া হয়। নতুন কমিটির মিলে উপজেলা ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি গঠন করবে বলে জানা গেছে।
সভাপতি মো. সাদ্দাম খান ঢাকা কলেজে ম্যানেজমেন্টে মাস্টার্স ও সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম ইআইটি পলিটেকনিক্যাল কলেজের শেষ বর্ষের ছাত্র।
এদিকে ছাত্রলীগের নতুন এই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. একাব্বর হোসেন এমপি, মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওযামীলীগের সাধারণ সম্পদাক মীর শরীফ মাহমুদ, টাঙ্গাইল জেলা আওযামীলীগ নেতা মেজর (অব:) আব্দুল হাফিজ, মির্জাপুর পৌরসভার মেয়র মো. সাহাদৎ হোসেন সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাজী আবুল হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, যুগ্ম আহবায়ক আজাহারুল ইসলাম ও আবিদ হোসেন শান্তসহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নের্তৃবৃন্দ ।
নবগঠিত কমিটির সভাপতি মো. সাদ্দাম খান ও সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম তাদের প্রতিক্রিয়ায় বলেন, এই মূহুর্তে তাদের প্রধান কাজ হবে ছাত্রলীগের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ করে একাদশ মহান জাতীয় সংসদ নির্বাচনে দল মনোননীত প্রার্থীকে বিজয়ী করা। এ কাজে তারা সকলের সহযোগিতা কামনা ও দোয়া কামনা করেন।
Discussion about this post