ছোটপর্দা দিয়েই শোবিজ ক্যারিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী ঋ (ঋতুপর্ণা সেনা)। তবে ক্যারিয়ার শুরুর পরই তাকে দেখা যায় রূপালি পর্দায়। এর মধ্যে বেশ কিছু ছবিতে উষ্ণতা ছড়ানো সাহসী দৃশ্যেও দেখা গেছে ‘গান্ডু’ ছবির এই নায়িকাকে।
সেই ঋ আবারও ফিরছেন ছোট পর্দায়। টিভি সিরিয়ালে। স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘জয় কালি কলকাত্তাওয়ালি’তে দেখা যাবে ঋ’কে।
সিরিয়ালটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তিনি। ধারাবাহিকটির নিয়মিত দর্শকরা ভালই জানেন, এখানে গৃহবধূর চরিত্রে অনন্যা চট্টোপাধ্যায় একটি করে সমস্যার সমাধান করে। যার সঙ্গে অবশ্যই যোগ থাকে সিরিয়ালের মূল কাহিনির।
এর আগে ‘অটোগ্রাফ’, ‘কয়েকটি মেয়ের গল্প’, ‘তাসের দেশ’, ‘গান্ডু’, ‘কসমিক সেক্স’, ‘লুডো’র মতো বেশকিছু ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন ঋ।
Discussion about this post