ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের সামনের ময়লার ডাস্টবিন থেকে একটি মেয়ে নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, হাসপাতালের সামনে ফুটপাতের হকাররা সন্ধ্যায় ডাস্টবিনে সাদা পলিথিনের ভেতর একটি নবজাতককে পড়ে থাকতে দেখে। তাৎক্ষণিক তারা নবজাতকটিকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান জানান, নবজাতকটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Discussion about this post