যশোর সদর উপজেলায় গোয়েন্দা পুলিশের অভিযানের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে সেলিম নামে একজন নিহত হয়েছে।
সোমবার রাত ৩টার দিকে সদর উপজেলার দোগাছিয়া এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে। নিহত সেলিম যশোর শহরের রায়পাড়া এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতি মামলা থাকার কথা জানিয়েছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক সৌমেন বলেন, সোমবার রাতে সদর উপজেলার গোবিন্দপুর এলাকার এক বাড়ি থেকে পলাতক আসামি সেলিমকে গ্রেপ্তার করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রাত ৩টার দিকে তাকে নিয়ে দোগাছিয়া গ্রামে অস্ত্র উদ্ধার অভিযানে যায় পুলিশ। সেখানে অবস্থান নিয়ে থাকা সেলিমের সহযোগীরা গুলি শুরু করলে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির মধ্যে সেলিম পালানোর চেষ্টা করলে তার মাথায় গুলি লাগে। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
তিনি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে।
Discussion about this post