রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মনির হোসেন (৩৫) নামে একজন নিহত হয়েছেন।
সোমবার ভোরে রাজধানীর কদমতলীতে লাল মসজিদ সংলগ্ন মেইন রাস্তায় দুই ট্রাকের সংঘর্ষে তার মৃত্যু হয়। মনির হোসেন লালমনিরহাট হাতীবান্ধা উপজেলার বাসিন্দা। তিনি এক ট্রাকের হেলপার ছিলেন।
প্রত্যক্ষদর্শী পথচারী মোহাম্মদ হারুন জানান, ভোরে লাল মসজিদ এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ট্রাকের হেলপার মনির হোসেন গুরুতর আহত হন। তাৎক্ষণিভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কদমতলীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিম জানান, ঘটনার পরপরই ট্রাক দু’টিকে জব্দ করা হয়েছে। বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে। ময়না-তদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
Discussion about this post