কারকনিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মদপান করে মাতাল অবস্থায় ট্রেন থামাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে জোসনা (৪০) নামের মানসিকভাবে ভারসাম্যহীন এক নারী নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। নিহত জোসনা স্থানীয় রেলওয়ে কলোনীর শামীম মিয়ার স্ত্রী।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস জানান, মদপান করে মাতাল ছিলেন জোসনা। এ অবস্থায় তিনি লাইনে দাঁড়িয়ে ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনটি থামাতে হাত নাড়ছিল। তখন ট্রেনের নিচে কাটা পড়েন জোসনা।
Discussion about this post