সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের সখীপুর উপজেলার চারটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি।
বৃহস্পতিবার সমিতির সভাপতির সই করা ওই নোটিশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়েছে। সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টি ও সমিতি পরিপন্থী বিবিধ কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গত ২৯ আগস্টের সাধারণ সভায় অভিযুক্ত চার প্রধান শিক্ষককে নোটিশ দেওয়ার সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়।
সমিতির নোটিশ পাওয়া চার প্রধান শিক্ষক হচ্ছেন, সখীপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাইউম হোসাইন, গজারিয়া শান্তিকুঞ্জ একাডেমী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান ভূইয়া, কালিয়ান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সামাদ, নাকশালা জমির উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহীদুল ইসলাম ওই চার প্রধান শিক্ষককে কারণ দর্শানো নোটিশ দেওয়ার কথা স্বীকার করে বলেন, তাঁরা সমিতির বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্রে লিপ্ত। সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টি ও সমিতি পরিপন্থী বিবিধ কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাঁদেরকে এ নোটিশ দিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে।
সখীপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাইউম হোসাইন নোটিশ পাওয়ার কথা স্বীকার করে বলেন, ওই কমিটির মেয়াদ এক মাস আগেই শেষ হয়ে গেছে। বিধি মোতাবেক কমিটি অবৈধ। অবৈধ কমিটি কাউকে নোটিশ দিতে পারে না।
Discussion about this post