আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ মালিতে যাত্রীবাহী বাসের নিচে পেতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার মালির মধ্যাঞ্চলের সহিংসতা কবলিত মোপতি অঞ্চলে এ ঘটনা ঘটে।
ঘরে তৈরি ওই ‘ল্যান্ড মাইন’ বিস্ফোরণে আরও ২৪ জন আহত হয়েছেন বলে মালির নিরাপত্তামন্ত্রী জানিয়েছেন।
ঘটনার সময় বাসটিতে ৬০ জন যাত্রী ছিল। মোপতির যে এলাকায় স্থানীয় নৃগোষ্ঠীর জঙ্গিরা নিয়মিত প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর বেসামরিকদের হত্যা করে এবং যেখানে ইসলামপন্থি জঙ্গিরাও সক্রিয় সেই এলাকা দিয়ে যাওয়ার সময় বোমাটি বিস্ফোরিত হয়।
নিরাপত্তামন্ত্রী সালিফ ট্রাওরে বলেছেন, ‘১৪ জন নিহত ও ২৪ জন আহত হওয়ার খবর পেয়েছি আমরা। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা সংকটজনক।;
ঘটনার বিষয়ে এবং কারা এ হামলা চালাতে পারে সে বিষয়ে আর কোনো কথা বলেননি তিনি।
Discussion about this post