টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বর্তমান সাংসদ আমানুর রহমান খান রানা এমপি’র পিতা আতাউর রহমান খানকে আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে উক্ত আসনে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।
আজ রোববার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত এক চিঠিতে আতাউর রহমান খানকে মনোনয়ন নিশ্চিত করে নির্বাচনী প্রচারণা শুরু করতে বলা হয়।
এ বিষয়ে আতাউর রহমান খান বলেন, জননেত্রী শেখ হাসিনা তাঁর সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাকে এই আসনের প্রার্থী করেছেন। আশা করি ঘাটাইলের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আমি জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সর্বদাই কাজ করে যাবো এবং এই আসনে নৌকার বিজয় ছিনিয়ে এনে মাননীয় নেত্রীকে জয় উপহার দিতে পারবো।
তিনি আরও বলেন,ঘাটাইলের জনগণই আমার মূলশক্তি। আশা করি তারা আমার পরিবারের পাশে আছে এবং থাকবে। এছাড়া তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
Discussion about this post