মাভাবিপ্রবি সংবাদদাতা : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তৃতীয় শেণী কর্মচারী সমিতির নির্বাচনের তফসিল ঘোসণা করা হয়েছে।
রবিবার বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সম্মেলন কক্ষে এ তফসিল ঘোষণা করা হয়।
তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আইয়ুব আলী, নির্বাচন কমিশনার মোহাম্মদ শামীম হোসেন ও মোঃ আরিফুল ইসলাম।
তফসিল অনুযায়ী, মনোনয়ন পত্র সংগ্রহ ও জমাদানের সময় ০২ও ০৩ সেপ্টম্বর, মনোনয়ন পত্র প্রত্যাহার ০৪ সেপ্টেম্বর এবং চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ০৫ সেপ্টেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হবে ০৮ সেপ্টেম্বর (রবিবার) এবং শপথ গ্রহণ ১৫ সেপ্টেম্বর (সোমবার)।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৮৬ জন। তফসিল ঘোষণার সময় তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Discussion about this post