নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : দেশের ২২তম মন্ত্রিপরিষদ সচিব হচ্ছেন টাঙ্গাইলের নাগরপুরের কৃতি সন্তান খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি মোহাম্মদ শফিউল আলমের স্থলাভিষিক্ত হবেন। এর আগে আনোয়ারুল ইসলাম সেতু বিভাগের সিনিয়র সচিব ছিলেন।
বুধবার সচিবালয়ের সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদেও এ তথ্য জানান। নতুন মন্ত্রিপরিষদ সচিব নিয়োগের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ক্যাবিনেট সচিব হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন।
আনোয়ারুল ইসলাম ১৯৮৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। তিনি মাঠ প্রশাসনে উপজেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১১ সালের ১৩ নভেম্বর সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগ দেন। তিনি ২০১৩ সালের ৩১ জানুয়ারী সচিব পদে পদোন্নতি পান। ২০১৭ সালের ১৩ জুলাই সিনিয়র সচিব হন।
খন্দকার আনোয়ারুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে বিএসএস (অনার্স) এবং এমএসএস ডিগ্রি অর্জন করেন। তার স্ত্রী কামরুন নাহার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব। তার গ্রামের বাড়ি নাগরপুর উপজেলার কোনড়া গ্রামে । মরহুম খন্দকার আব্দুল হামিদ ও মরহুমা খুরশিদা বানু দম্পতির পাচঁ সন্তানের মধ্যে সবার বড় খন্দকার আনোয়ারুল ইসলাম। পারিবারিক জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক।
Discussion about this post