সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের সখীপুরে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা ও ডেঙ্গু প্রতিরোধে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে উপজেলার কালিয়া ইউনিয়নের বড়চওনা উচ্চ বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি আয়শা জান্নাত তাহেরা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার লুৎফা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম, মুক্তিযোদ্ধা খান মোহাম্মদ সেলিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লাল মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
Discussion about this post