কারকনিউজ ডেস্ক : হবিগঞ্জের বানিয়াচঙ্গে একইসঙ্গে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই ভাইয়ের মরদেহ একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৬ টায় উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের বল্লবপুর গ্রামের একটি পুকুরে মরদেহ দু‘টি পাওয়া যায় বলে ইউপি সদস্য খন্দকার মনিরুজ্জামান মনু জানান।
মৃতরা হলো ওই গ্রামের সাইফুল মিয়ার ছেলে সালমান মিয়া (৬) ও তার ভাই তোফাজ্জুল মিয়ার ছেলে তায়েব মিয়া (৫)।
স্থানীয় ইউপি সদস্য খন্দকার মনিরুজ্জামান মনু জানান, সোমবার সন্ধ্যা থেকে ওই দুই ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আত্মীয় স্বজনসহ আশপাশের এলাকাগুলোতে তাদের খোঁজ না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে দুই ভাইয়ের মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে তাদের মরদেহ পুকুর থেকে উঠিয়ে বাড়িতে আনা হয়।
বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারক বলেন, নিখোঁজ শিশুদের মরদেহ একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে বলে শুনেছি। ঘটনাটি তদন্ত করা হবে।
Discussion about this post