কারকনিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডোবার পানিতে ডুবে নুর আলম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে স্থানীয় শালমদী এলাকায় এ ঘটনা ঘটে।
সে তার পরিবারের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল। নিহত নুর আলম মাহমুদপুর ইউপির জোকারদিয়া নয়াপাড়া এলাকার আনারের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সকালে নানাবাড়িতে উঠানে অন্য শিশুদের সঙ্গে সে খেলছিল। হঠ্যাৎ নিখোঁজ হয়ে যায়। পরে পাশে একটি ডোবায় তার নিথর দেহ ভেসে উঠে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের ডা. আশরাফুল আমীন বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
Discussion about this post