স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের ধনবাড়ীর পাইস্কা ইউনিয়নের কুর্শী গ্রামে বাঁশকাঁটাকে কেন্দ্র করে মামা হামেদ আলীকে পিটিয়ে হত্যা করেছে তার ভাগিনা আলিফ।
এব্যাপারে নিহত হামেদ আলীর ভাই তোরাপ আলী বাদী হয়ে আজ রবিবার ধনবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
দীর্ঘদিন যাবত পূর্ব শত্রুুতার বিরোধ চলে আসছিলো। শনিবার দিন ঘররের কাজের জন্য হামেদ আলী বাঁশ কাটতে গেলে ভাগিনা আলিফের সাথে কথা কাটাকাটি হয় সেই সময় মামা হামেদ আলীকে একা পেয়ে বেধড়ক পিটিয়ে আহত করেন। পরে তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে আজ ভোর রাতে তার মৃত্যু হয়।
নিহতের পরিবার হাতেম আলীর হত্যাকারীদের ফাঁসির দাবী জানান।
Discussion about this post