চাঁদা না দেওয়ায় দক্ষিণ আফ্রিকায় আবদুর রহিম (৩০) নামের এক বাংলাদেশি ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার দেশটির প্রিটোরিয়ার সোহানবাগ শহর এলাকায় এ ঘটনা ঘটে।
শুক্রবার (২৩ নভেম্বর) রাতে নিহতের আত্মীয় আশরাফুজ্জামান গণমাধ্যমকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে প্রিটোরিয়ার সোহানবাগ শহর এলাকার নিজ ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে।
নিহত রহিম নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ গ্রামের মুন্সী বাড়ীর আলী মুন্সীর ছেলে।
শুক্রবার দুপুরে রহিমের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌছালে কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের সদস্যরা। রহিমের মরদেহ দেশে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন তারা।
Discussion about this post