কারকনিউজ ডেস্ক : ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নে দুটি বাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে আরো ১৯ জন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঐ ইউনিয়নের ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের সালন্দর ডেনিস হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন : রাজু এন্টাপ্রাইজের ড্রাইভার বাবুল (২০), গাড়ির যাত্রী পঞ্চগড় জেলার চকলাই হাট এলাকার কামরুজ্জামান বাবু (৪২) ঠাকুরগাঁও নারগুন এলাকার আবুল কালাম আজাদ (৩৫) ও শহরের আশ্রমপাড়া এলাকার মজিবর রহমান (৬০)।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালের দিকে ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়ের উদ্দ্যশে ছেড়ে যাওয়া দুটি বাস সালন্দর ডেনিস এলাকায় পৌঁছলে সোনার বাংলা পরিবহন অভার ট্রেক করতে গিয়ে পেছন থেকে রাজু এন্টারপ্রাইজকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় রাজু এন্টারপ্রাইজের ড্রাইভার ও একজন যাত্রী। পরে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আনার পথে আরে ২ জন মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মফিদার রহমান।
Discussion about this post