মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (২২ নভেম্বর) ঘোষিত সময়সূচি অনুযায়ী ২০১৯ সালের ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এসএসসি/সমমান এর লিখিত বা তত্ত্বীয় পরীক্ষা। আর ব্যবহারিক পরীক্ষা হবে ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার স্বাক্ষরিত এসএসসি পরীক্ষার সময়সূচি বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
তত্ত্বীয় পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে। সাধারণত ১ ফেব্রুয়ারি শুরু হয় এসএসসি পরীক্ষা। কিন্তু সামনের বছরের ১ ফেব্রুয়ারি শুক্রবার হওয়ায় ২ ফেব্রুয়ারি শনিবার থেকে শুরু হবে এসএসসি পরীক্ষা।
এবারও শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছে।
Discussion about this post