সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে কেকই রানী মালু (৬০) নামের এক আদিবাসী বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে।
শনিবার সকালে পৌরসভার ৮নম্বর ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কেকই রানী ওই ওয়ার্ডের মাছ ব্যবসায়ী বেনী চন্দ্র মালুর স্ত্রী।
সখীপুর পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শহিদুল ইসলাম জানান, শনিবার সকালে নিহতের স্বামী বেনী চন্দ্র মাছ বিক্রির জন্য পৌরসভার জেলখানা মোড়ে কাঁচা বাজারে যান। এরই ফাঁকে কেকই রানী সকালে রান্না করার জন্য রান্না ঘরে ঢুকতেই পূর্বে বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয়। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করেন।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. বদিউজ্জামান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
Discussion about this post