রাজবাড়ীর বালিয়াকান্দিতে ঘরে ঢুকে নুরজাহান বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ নভেম্বর) ভোরে উপজেলার হাতিমোহন গ্রামের নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত নুরজাহান বেগম ওই গ্রামের মৃত বেলায়েত হোসেনের স্ত্রী।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা জানান, ভোরে নুরজাহান বেগমের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তরা ঘরে ঢুকে ওই বৃদ্ধাকে গলাকেটে হত্যা করে পালিয়ে গেছে। নিহতের ব্যাবহৃত কম্বল, ব্লাউজ ও বালিশ জব্দ করা হয়েছে।
তবে কী কারণে এ হতাকাণ্ড ঘটেছে তা বিস্তারিত জানতে তদন্ত চলছে।
মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
Discussion about this post